Yahoo তাদের ইমেল নীতিমালা পরিবর্তন
করেছে। এখন আপনি নতুন মেইল আইডি খুলতে গেলে password হিসাবে small এবং capital
latter এর পাশাপাশি numerical number দিয়ে password সেট
করতে হবে।অন্যথায় আপনি yahoo account খুলতে পারবেন না। এই পরিবর্তন আসার পর থেকে yahooতে যাদের account ছিল তারা account এ login করতে
গেলে security
question এর answer দিয়ে প্রবেশ করতে হচ্ছে। তিনবার Security question এর উত্তর ভুল দিলে আপনাকে কয়েক দিনের জন্য ব্লক
করে দেওয়া হবে। আর Security answer ভুলে গেলে যা করবেন।
এখানে আপনি তিনটি পদ্ধতিতে id recover করার সুযোগ পাবেন। যারা password ভুলে
গেছেন তারা I have a problem with my password এ চেক ইন করে next আইকনে
কিল্ক করুন।
আপনার ইমেল আইডি খোলার সময় যে আইডি alternative email হিসাবে দিয়েছিলেন সেখানে password resetting link যাবে। সেই
লিংকে কিল্ক করে সহজে password reset করতে পারবেন।
এই পদ্ধতি সবাই জানেন। কিন্তু যারা alternative mail id তে ঢুকতে
পারছেন না এবং তিনবারে সঠিক security answer দিতে পারেননি তাদের কি হবে?
এমন সমস্যা পড়লে নিচের পদ্ধতি অনুসরন করুন।
প্রথমে নতুন একটা আইডি দিয়ে
লগইন করুন। customer care
help center গিয়ে আপনার সমস্যা উল্লেখ করে মেইল করুন। রিপ্লাই ম্যাসেজ পাওয়ার পর
সম্ভাব্য কয়েকটি Security answer লিখে customer care help center এ
পাঠান। Executive সেগুলো চেক করে দেখবে এবং
রিপ্লাই ম্যাসেজে আপনাকে জানিয়ে দেবে অদৌ সেগুলো সঠিক কিনা বা
পরবর্তী নির্দেশনা executive দিয়ে দিবে।
Security answer একেবারে ভুলে গেলে যা করবেনঃ
Security check হিসাবে আপনার আইডিতে দেওয়া জন্মতারিখ ও alternative
mail id দিয়েও আপনার account recover করতে পারবেন।
এই তিনটির সবটাই যদি ভুলে যান তাহলে আপনার আইডি ফিরে পাওয়ার আশা বাদ
দিতে পারেন।
একটা পরামর্শঃ
আপনারা যারা yahoo mail id দিয়ে facebook id খুলেছেন
এবং দীর্ঘদিন যাবত আপনার মেইল আইডি ওপেন করেনি তাদেরকে বলছি-
বেকাদায় পড়ার আগে আপনার facebook থেকে primary mail হিসাবে
yahoo
mail id টি পরিবর্তন করে ফেলুন। ফেইসবুক
password
verification বা অন্য কোন সমস্যায় পড়লে কিন্তু recover এর জন্য email
verification করতে হয়। সেখানেই সমস্যা সৃষ্টি হতে পারে। সবাই ভাল থাকবেন।
Comments
Post a Comment