১. জবা ফুল, আমলকি একসঙ্গে বেটে চুলের গোড়ায় লাগান। এরপর আধঘন্টা সময় এটি মাথায় রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
২. দূর্বা ঘাস এবং নিমপাতা বাটার সাথে ভিনেগার
মিশিয়ে পেস্ট করে মাথায় লাগান এবং আধঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৩. তুলসি পাতা বাটার সাথে কর্পুর ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় আধঘন্টা দিয়ে রেখে চুল শ্যাম্পু করে ফেলুন।
২. দূর্বা ঘাস এবং নিমপাতা বাটার সাথে ভিনেগার
মিশিয়ে পেস্ট করে মাথায় লাগান এবং আধঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৩. তুলসি পাতা বাটার সাথে কর্পুর ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় আধঘন্টা দিয়ে রেখে চুল শ্যাম্পু করে ফেলুন।
৪) চুল পড়া রোধে গোসলের 1থেকে দেড় ঘন্টা আগে পেয়াজ বেটে তার রস মাথার তালুতে লাগিয়ে নিন ভালো করে। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।কিছুদিন ব্যাবহারেই উপকার পাবেন।
(সংগৃহীত)
Comments
Post a Comment