আপনি আপনার কম্পিউটারকে কথা বলাতে পারবেন। অর্থাৎ আপনি যাই লিখবেন, কম্পিউটার তা পড়ে শুনাবে। হ্যা অবিশ্বাস্য হলেও সত্যি। এই পদ্ধতিতে যেকোন ইংরেজি word এর উচ্চারণ ও জানতে পারবেন। (নিজে বানানোর পদ্ধতি)
আসুন জেনে নি কিভাবে কম্পিউটার কে কথা বলাবেন
প্রথমে
নোটপ্যাড ওপেন করুন ।
নিচের রেড কালারের কোডটা কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন ।
Dim
userInput
userInput = InputBox("Type below anything to hear you PC speak it!")
Set Sapi = Wscript.CreateObject("SAPI.SpVoice")
Sapi.speak userInput
userInput = InputBox("Type below anything to hear you PC speak it!")
Set Sapi = Wscript.CreateObject("SAPI.SpVoice")
Sapi.speak userInput
এবার লেখাটাকে
সেভ sound.vbs নামে সেভ করুন। সেভ করা ফাইলটি নিচের মত দেখাবে।
এখন সেভ করা ফাইলটি ওপেন করুন। দেখবেন এই রকম একটি "Type below anything to hear you PC speak it" লিখা সহ একটি বক্স ওপেন হবে। বক্সএ ইংরেজিতে যা খুশি লিখুন বা ইংরেজি যে word এর উচ্চারণ শুনতে চান তা লিখুন । এবার ok দিলে আপনার লিখাটি শুনতে পাবেন।
Comments
Post a Comment