SSC ফাইনাল সাজেশন বাংলা ১ম পত্র (২০১৪)

রাত ১১.৩০ 8/02/2014
আগামী কাল সকাল ১০ থেকে এস এস সি  পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তার আগের রাতের সুপার সাজেশন !!!
শুধু মাত্র কুমিল্লা বোর্ডের জন্যঃ 

গদ্যঃ
*** তথ্য প্রযুক্তি
***পল্লি সাহিত্য
***মহেশ 
**ছুটি 
**জাগো গো ভগিনী


পদ্য
***উমর ফারুক
***শহীদ স্মরণে
***স্বাধীনতা এই শব্দটি 
**কপোতাক্ষ নদ 
**পল্লী বর্ষা


সকল বোর্ডের জন্যঃ
গদ্যঃ
•অপূর্ব ক্ষমা,
• ছুটি,
•মহেশ,
•পল্লিসাহিত্য,
•মানুষ মুহাম্মাদ (সাঃ),
•দুরন্ত পথিক,
•শিক্ষা ও জাগো গো ভগিনী,
•দুজন বীরশ্রেষ্ঠ।

পদ্যঃ
•কপোতাক্ষ নদ,
•জীবন বিনিময়,
•জয়যাত্রা,
•পল্লীবর্ষা,
•পরার্থে,
•পূর্বাশার আলো,
•দুর্মর শহীদ স্মরণে।


  নৈর্ব্যত্তিক প্রশ্ন

✔✔হজরত মুহম্মদ (সা:) ভীষণ সমস্যায় পড়েন ?
ক)কুফায় খ)কায়েফ গ)মক্কায় ঘ)মদীনায়
✔✔পৃথিবী জোড়া বিশাল নেটওয়ার্কের নাম কি ?
ক)কম্পিউটার খ)তথ্য প্রযুক্তি গ)ইন্টারনেট ঘ)জিপিএস
✔✔ফটিক কতক্ষণ প্রলাপ করতে লাগল ?
ক)সন্ধ্যা পর্যন্ত খ)মাঝরাত গ)সমস্ত রাত
✔✔"তাদের জন্য আমাদের বুক জুড়ে সথিত অহংকার" এ কথাটিতে প্রকাশ পেয়েছে-
i)মুক্তিযোদ্ধাদ
ের প্রতি সম্মান ii)শহীদের প্রতি সম্মান iii)বীরশ্রেষ্ঠদের প্রতি সম্মান
✔✔'জাঁ ক্রিস্তফ' গ্রন্থের রচয়িতা কে ?
ক)শেক্সপিয়ার খ)নীলটান গ)রোমারোলা
✔✔'মনসামঙ্গল' কাব্য সাহিত্যের নিদর্শন করে কখন ?
উ:আদিম যুগে !!
✔✔ফকলোর কথাটির উদ্ভাবক কে ?
উ:উইলিয়াম থমসন !!
✔✔পাশ করা প্রকৃত বিদ্যা নয় কেন ?
উ:সার্টিফিকেট
✔✔বঙ্গবাণী কবিতায় কোন দিক প্রকাশ পেয়েছে ?
উ:ভাষাপ্রীতি ও স্বদেশপ্রীতি !!
✔✔তথ্যপ্রযুক্তিরচনায় বুদ্ধিহীন কথা বলার যন্ত্র বলা হয়েছে কোনটিকে ?
উ:কম্পিউটার (Not sure)
✔✔পাহাড়ি কন্যা ঝর্ণার চুলে ও কানে কি দোলে ?
উ:মল্লিকা
✔✔কপোতাক্ষ নদ কবিতায় কি প্রকাশ পেয়েছে ?
উ:স্মৃতিকাতরতা ও স্বদেশপ্রেম
✔✔শহীদ স্মরণে কবিতায় কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে কাদের প্রতি?
উ:কবিদের প্রতি !!
✔✔তরবারি শব্দটির সমার্থক শব্দ কি ?
উ:শমসের
✔✔দোকান অর্থে কোন বানানটি সঠিক ?
উ:বিপণী
✔✔নারীদের পক্ষে স্বাধীনভাবে জীবিকা অর্জন উপায় কি ?
উ:শিক্ষায় মাধ্যমে
✔✔রঙিন চিঠি কোনটি ?
উ:হিজলবন
✔✔কবির দুর্জয় হাত কথাটির তাত্পর্য কি ?
উ:লেখার ভক্তি (not sure) উদ্দীপক
✔✔.উদ্দীপকের রাণু মহেশ গল্পের কোন প্রতিচ্ছবি ?
উ:গফুর
✔✔ভাগাঢ় শব্দের অর্থ কি ?
উ:যেখানে মরা গরু ফেলা হয়
✔✔বাঙালিদের সাথে ফরাসিদের মিল কোথায় ?
উ:বিশ্রামপ্রিয়তায়
✔✔ছোপ ছোপ রক্ত , এ রক্ত দেখতে কেমন ?
উ:পুডিং এর মতোন
✔✔আরবি শব্দ সিফাত এর অর্থ কি ?
উ:গুণ
✔✔মায়ের উপর ফটিকের অভিমান হল কেন ?
উ:পরের পয়সা নষ্ট করছে বলে
✔✔'সাবাস বাংলাদেশ' দুর্মর কবিতায় উক্তিটির তাত্পর্য কি ?
i)গৌরব ii)মর্যাদা iii)বীরত্ব
উ:সবগুলো
✔✔আমেরিকানদের চোখে পারি কি ?
উ:ইউরোপের রাজধানী
✔✔দুর্গম পথের অভিয়াত্রিদের কাছে জীবনের দর্শন কেমন ?
উ:আলো
✔✔আশীর্বাদ করি সুখি হও , হাসান কাকে বলেছিলেন ?
উ:স্ত্রী জায়েদাকে
✔✔রিক্ত বেধেছে , পরিণামে কি বেধেছে ?
উ:মেশিনগান , মর্টার
✔✔কোনটিতে অনুপ্রাসের সার্থক প্রয়োগ ঘটেছে ?
উ:মতিয়া মতির মরছে ও আলোকে
✔✔খনজনের বিশেষত্ব কি ?
উ:দুদিকেই ধারালো
✔✔শব্দভুক পদ্যব্যবসায়ী বলতে কাদের বোঝানো হয়েছে ?
উ:কবিদের
✔✔একটি রচনা যথাযথ মূল্যায়নের বিচার্য বিষয় কি ?
উ:উপস্থাপনা
✔✔বৃক্ষের বন্যচিত্রের উঃস কি ?
উ:সূর্যালোক
✔✔দুই মূল গল্প কোনটি ?
উ:কীর্তিমানের মৃত্যু নেই
✔✔এগুলো সরস প্রাণের জীবন্ত উত্স কোনগুলো ?
উ:ছড়া ও গান
✔✔তরুন মেধাবী শিক্ষার্থীর সতেজ ভাষণ কোথায় ?
উ:বটের ছায়ায়
✔✔লিওনার্দো দ্য ভিন্সি কোথাকার অধিবাসী ছিলেন ?
উ:ইতালি

Comments