ব্লুটুথ দিয়ে ফ্রি SMS পাঠান যে কোন মোবাইলে(unlimited)



আসসালামু আলাইকুম
আজকের টিপস এ সকলকে স্বাগত ।
মোবাইল থেকে এস এম এস পাঠানোর সিস্টেম আমরা সবাই জানি। কিন্তু আজ যে পদ্ধতি দেখব তা দিয়ে যে কোন মোবাইলে যত খুশি এস এম এস পাঠাতে পারবেন একদম ফ্রি। তো চলুন কি লাগবে এবং কীভাবে পাঠাবেন জেনে নি।



যা লাগবেঃ
  1. আপনার এবং যার কাছে পাঠাবেন দুইজনের ব্লুটুথ সাপোর্ট এবল সেট লাগবে।
  2.  যার কাছে পাঠাবেন তার মোবাইলের ব্লুটুথ চালু থাকতে হবে।
যেভাবে পাঠাবেনঃ
  1. আপনার মোবাইলের organizer থেকে notes ওপেন করুন। add এ ওকে করে যা পাঠাতেন চান লিখুন। এবার notes টি save করুন।
  2. এবার option> send notes> via Bluetooth এ ক্লিক করে যার কাছে পাঠাতেন চান তার ডিভাইস সার্চ করে send করে দিন। এভাবে যত খুশি তত notes এস এম এস হিসাবে পাঠাতে পারবে।
বিঃ দ্রঃ এখানে শুধু নোকিয়া ফোন সেট অনুসারে উপস্থাপন করা হয়েছে।
এই পদ্ধতিটি দুইটি ডিভাইসের ০- ১০০ ফুট দূরত্বের মধ্যে কার্যকর হবে।বিষয়টি মোবাইলের ব্লুটুথ পাওয়ার এর উপর নির্ভর করবে। বিশেষ করে আপনার কাছের মানুষ যারা পাশের রুম, বিল্ডিং কিংবা বাড়ীতে থাকে তাদের সাথে এই পদ্ধতিতে যোগাযোগ করতে পারেন। আশা করি টিউনটি ভাল লেগেছে।
ফ্রি SMS এর এড্রেস ভাণ্ডার দেখতে এখানে ক্লিক করুন

Comments

  1. আজিজুল হকFebruary 6, 2014 at 10:26 PM

    অতীব সুন্দর পোস্ট। তবে দুই মোবাইলে ব্লটূথ থাকতে হয়।

    ReplyDelete

Post a Comment