যেসব word এর পর Article বসে না- মনে রাখুন সহজে


যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেইসব  word এর পূর্বে article বসে না। এসব word গুলোকে noncount noun বলা হয় যা subject হিসাবে sentence এ ব্যবহৃত হলে verb সবসময় singular হয়। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।



ভাষা(bangla, French etc),খাদ্য (bread, meat etc), গ্যাস (oxyzen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS)
অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা(sand, rice, flour) থাকে যদি,
পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess)
এসব বিষয় noncount করোনা অবহেলা

যেমনঃ bread,    wood,       oil,    rice etc.
ভুল ব্যবহারঃ breads×, a wood×, one oil ×, rice are× is eaten by me.

Comments