ইংরেজি থেকে বাংলা সাল বের করার উপায়:


Tips4solution
ধৈর্য সহকারে পড়লে সহজে বুঝতে ও মনে রাখতে পাড়বেন” বিঃ দ্রঃ ১৯৯৬ সালের পর থেকে এই পদ্ধতিতে অনুসরণ করা যাবে।
**ইংরেজি সাল  থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল।
বাংলা লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে।
এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়।যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই শুরুর বাদ দিয়ে বার ডিজিটের কোড টি মনে রাখুন।
কোডটি হলঃ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫
উদাহরনঃ কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে।
এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন থাকে ১৩০৬। অর্থাৎ বাংলা ১৩০৬ সালে কাজী নজরুলের জম্ম সাল। এবার ২৫ মে থেকে বাংলা মাস বের করুন। আমাদের কোডের ১ম টি অর্থাৎ মানে এপ্রিল এর ১৪ তারিখ ১লা বৈশাখ তারপর আছে মানে ১৫ মে অর্থাৎ ১৫ মে জ্যৈষ্ঠ মাসের তারিখ।
তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ১৩০৬ বাংলা কাজী নজরুলের জম্ম সাল।
আপনাদের সুবিধার জন্য ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাসের ১লা তারিখ শুরু হয় তা চার্ট আকারে নিচে দেওয়া হলঃ
বৈশাখ
জ্যৈষ্ঠ
আষাঢ়
শ্রাবণ
ভাদ্র
আশ্বিন
April
May
June
July
august
September
14
15
15
16
16
16
কার্তিক
অগ্রাহন
পৌষ
মাঘ
ফাল্গুন
চৈত্র
October
November
December
January
February
March
16
15
15
14
13
15

Comments