Tips4solution
জসীমউদদীনের কাব্য গ্রন্থ গুলো মনে রাখার সহজ টিপসঃ
সুচয়নী বাখালী ভয়াভহ সেই দিন গুলোতে জ্বলের লেখনে মাটির কান্না শুনে। হুলুদ বর্ণের কন্যা রূপবতী সখিনা মাগো জ্বালাইয়া রাখিস আলো বলে কাফনের মিছিলে যায়। মা যে জননী কাঁন্দে নকশী কাঁথার মাঠ পেরিয়ে ধান ক্ষেতের
আইলে হেঁটে হেঁটে সুজন বাদিয়ার ঘাটের বালুচরে এক পয়সার বাঁশি বাজিয়ে রঙ্গিলা নায়ের মাঝি হাসুকে কাব্যগ্রন্থ হাতে জসীমউদদীন ডাকল।
উপরোক্ত বাক্য গুলো কয়েকবার করে পড়ুন এবং যেসব শব্দের নিচে আন্ডার লাইন দেওয়া আছে তা জসীমউদদীন রচিত কাব্য গ্রন্থ হিসাবে মনে রাখুন।
বিঃ দ্রঃ এই
ওয়েব সাইট থেকে কোন লিখা কপি করলে অবশ্যই Source হিসাবে এই ওয়েব সাইটের নাম www.tips4solution.blogspot.com উল্লেখ করতে হবে।
Comments
Post a Comment