বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ও ফারসি শব্দ গুলো মনে রাখার সহজ উপায়


Tips4solution 

কবিতা আকারে মনে রাখুন। পাঁচ ছয় বার পড়লে মুখস্ত হয়ে যাবে আশা করি।
 বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ গুলো মনে রাখার সহজ উপায়ঃ
হজ যাকাত, হালাল হারাম,
তওবা তসবি, জান্নাত জাহান্নাম
এলেম আলেম, হাদিস কুরআন,
দোয়াত কলম, ঈমান ইসলাম

কানুন কিতাব, মহকুমা মুন্সেফ,
আদালত কিয়ামত, আল্লাহ গায়েব

নগদ বাকি, কুরবানিঈদ,
ওরজ খারিজ, গোসল  need

কেচ্ছা উকিল, রায় এলজাস মোক্তার,
আরবি শব্দ পড় বার বার ।

বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দ গুলো মনে রাখার সহজ কবিতা !!!

নামায রোযা, বেগম বাদশাহ,
ফেরেশতা পয়গম্বর, খোদার চশমা
দফতর দরবার, বেহেশত দোযখ,
তোশক শোষক, দৌলত দস্তখত

কারখানা নমুনা, নালিশ আর হাঙ্গামা
রসদ তারিখ, গুনাহগার বান্দা

সরকার আইন, জরিমানা পাইন।

গোয়েন্দা গ্রেফতার, আদমশুমারী একবার।

আমদানি রপ্তানি, জিন্দা আদমি দেয় জবানবন্দি

জানোয়ার বদমাশ ফারসিয়ান
ভেঙেছিস হিন্দু মেথরের দোকান
নিচে দাগ দেওয়া শব্দগুলো আরবি ও ফারসি ভাষা থেকে এসেছে। বাকি শব্দ গুলো ছন্দ মিলানোর জন্য ব্যবহার করা হয়েছে। নবম দাশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অনুসারে তৈরি।

Comments