**অজানা শব্দের অর্থ বের করুন শব্দের রূপান্তরের মাধ্যমে**

 
Tips4solution

**অজানা শব্দের অর্থ বের করুন শব্দের রূপান্তরের মাধ্যমে**

অপরিচিত শব্দ দেখলে আতঙ্কিত না হয়ে তা verb এ পরিবর্তন করার চেষ্টা করুন। verb  এ দেওয়া থাকলে তা noun  বা adjective এ রূপান্তর করুন। অনেক সময় verb word টি অপরিচিত থাকলে ও noun word টি থাকে একেবারে পরিচিত। যেমনঃ
Imitative (verb) শব্দটি আপনার পরিচিত নয়। কিন্তু এর noun হল imitation (নকল) যা আপনার একেবারে পরিচিত।

কোন word noun কিনা তা শব্দের শেষের বর্ণদ্বয় বা suffix দেখে বুঝা যায়।noun এর suffix গুলো হচ্ছেঃ
Marriage
-age
Victory
-y
Service
-ice
Accuracy
-cy
Pleasure
-ure
Cruelty
-ty
Attendance
-ance
Dispensary
-ry
Innocence
-ence
Matrimony
-mony
Servitude(দাসত্ব)
-tude
Freedom
-dom
Action
-tion
Colloquialism
-ism
Confusion
-sion
Diver
-er

তাছাড়া actor: or, kindness: ness, childhood: hood, management: ment, growth: th, booklet: let, bullock: ock ইত্যাদি suffix সহকারে noun গঠিত হয়।
নিচের suffix গুলো কোন word এর শেষে থাকলে তা adjective এর কাজ করে।
Disobedient  
-t
Beautiful
-ful
Productive            
-tive
Acceptable
-able
Abrasive (কর্কশ)
-sive
Abstemious(সংযমী)
-ous
Loyal
-al
Academic
-ic
Accredited (সর্বজনস্বীকৃত)
-ed


আরও কিছু টিপস দেখুনঃ

  •   সঠিক ভাবে শব্দ উচ্চারণ করুন।
  •  মূল শব্দে রূপান্তরের চেষ্টা করুন। মূল শব্দের অর্থ বুঝা না গেলে noun, adjective বা verb এ রূপান্তর করুন। 
  •  এর পর ও না পারলে বুঝতে হবে ঐ শব্দ আপনি জীবনে আর কখনো দেখেননি বা পড়েননি।
  •  ইংরেজি Suffix(বিভক্তি ও প্রত্যয়)এবং Prefix(উপসর্গ) গুলোর বাংলা অর্থ মুখস্ত করে নিন। যেমন re-পুনরায় reproduction, un- না বোধকunbelievable ইত্যাদি।  
  • নিচের পদ্ধতিটিও apply করে দেখতে পারেনঃ


 

Comments