শরৎচন্দ্রের উপন্যাস গুলো মনে রাখার সহজ টিপসঃ




Tips4solution

শরৎচন্দ্রের উপন্যাস গুলো মনে রাখার সহজ টিপসঃ
নিচের চিঠিটি মুখস্ত করে ফেলুন ব্যস---------

প্রিয় দেবদাস,
পল্লী সমাজেচরিত্রহীন ছেলে শ্রীকান্ত পরিনীলাকে ভালোবাসে। কিন্তু বিন্দুর ছেলে চন্দ্রনাথ পণ্ডিত মশাইকে শেষ পরিচয় দিয়ে শেষ প্রশ্ন করে সে দেনা পাওনা দিয়ে তার করতে পারবে কিনা কে জানে। পথের দাবিতে বামুনের মেয়ে শুভদা দত্তা বড়দিদি মেঝদিদিবিরাজবৌকে রামের সুমতিবিপ্রদাসেগৃহদাহের পূর্বে ছবি গুলো অরক্ষণীয়ার নামে বৈকুণ্ঠের উইল করে নিঃষ্কৃতি দিতে বলেন।
ইতি
শরৎচন্দ্র

চিঠির যেসব লিখার নিচে আন্ডার লাইন দেওয়া আছে, সেগুলো হল শরৎচন্দ্রের রচিত উপন্যাস 

বিঃ দ্রঃ এই ওয়েব সাইট থেকে কোন লিখা কপি করলে অবশ্যই Source হিসাবে এই ওয়েব সাইটের নাম www.tips4solution.blogspot.com উল্লেখ করতে হবে। 

Comments