মজার কিছু আই কিউ

Tips4solution
সমাধান শেষে দেখুন......।


    1.     আয়নাতে দেখা গেল .৩০ বাজে। প্রকৃত পক্ষে কয়টা বাজে?

    2.     দ্রুত গতিতে বলতে হবে দুই হাজার ৯৯ এর পরের সংখ্যা কত?

    3.     একটি ডিম সিদ্ধ হতে মিনিট সময় লাগলে টা ডিম সিদ্ধ হতে কয় মিনিট সময় লাগবে?

    4.     একটি গাছে ১৩ টি পাখি আছে। শিকারি একটি কে গুলি করল। স্থানে আর কয়টি পাখি আছে?

    5.     গুন,ভাগ যাই করা হক ফলাফল শূন্য। সংখ্যাটি কত?

    6.     পাঁচ অক্ষরের একটি দেশের নাম যার মধ্য অক্ষর বাদ দিলে বাংলাদেশের দুটি ফলের নাম হয়।

    7.     ৩০কে অর্ধ দিয়ে ভাগ করে দশ যোগ করলে কত?

    8.     বছর পরে কামাল আলমের থেকে ১০ বছরের বড় থাকবে।তাদের বর্তমান বয়সের ব্যবধান কত?

    9.     দু দল পাখি একদল আরেক দলকে বলছে-
    ১ম দলঃ তোমাদের থেকে একজন দিকে আসলে আমরা    তোমাদের সমান হব।
    ২য় দলঃ তোমাদের থেকে একজন দিকে আসলে আমরা      তোমাদের ডাবল হব।
    বলতে হবে কোন গাছে কয়টি পাখি আছে।

    10.    কি করলে আপনি আর কখন মরবেন না?
    11.   কোন জিনিস খেলে ঘ্রান নিলে বুঝা যায়না না দেখলে?
    12.   শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাবার ...............।।
    13.    1,4,7,10,13,16……………………..?
    14.   O,T,T,F,F,S,S……………পরেরঅক্ষরটিকিহবে।
    15.   যদি EARLY = 32567 হয় তাহলে YEAR=কত.
    16 একটি বাগানে ১৫ টি গাছ ছিল। ৮ টি বাদে সব গুলো কেটে ফেলা হল। ওই বাগানে আর  কয়টি গাছ আছে।
    17.  রহিমের বাবার ২ ছেলে। একজনের নাম "X" আরেক জনের নাম "Y". আরেক জনের নাম কি?
    18.   ডাক্তার রগিকে১০ টি ট্যাবলেট দিয়ে বললেন প্রতি আধা ঘণ্টা অন্তর একটি করে ট্যাবলেট খেতে। ১০ টি ট্যাবলেট খেতে কতক্ষণ সময় লাগবে?
    19. P হচ্ছে Q এর বাবা। কিন্তু Q ,P এর ছেলে না।এদের মধ্য সম্পর্ক কি?
    20.  ১ থেকে (-১) বিয়োগ করলে কত হবে?





     সমাধানঃ

    1.   ২.৩০
    2.    ২১০০
    3.    ৩মিনিট
    4.   ১ টি
    5.    শূন্য
    6.    বেলজিয়াম
    7.    ৭০
    8.   ১০ বছরের
    9.   ৫,৭
    10.  একবার মরলে
    11.     রং
    12.    নাম
    13.       19
    14.         E.
    15.       7325 
    16.   ৭ টি।
    17.    রহিম।
    18.  ৪.৫ ঘণ্টা।
    19.  বাবা মেয়ে।
    20.   ২  ।
    বিঃ দ্রঃ এই ওয়েব সাইট থেকে কোন লিখা কপি করলে অবশ্যই Source হিসাবে এই ওয়েব সাইটের নাম www.tips4solution.blogspot.com উল্লেখ করতে হবে। 

    Comments