ইংরেজি তারিখ থেকে বারের নাম, বাংলা সন, মাস, তারিখ ও বারের নাম বের করার অন্যোন্য কৌশল। (বৈশাখী উপহার)


সামনে পহেলা বৈশাখ। বৈশাখকে সামনে রেখে আপনাদের জন্য আমার এই ছোট্ট উপহার। এক ডোসই যথেষ্ট। 

আজকে আমার আলোচ্য বিষয়, কোন একটি তারিখ শুনে বারের নাম বলার কৌশল। অর্থাৎ ৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল। বিষয়টা বড় মনে হলেও কৌশলটা একেবারে সোজা।  প্রথমে আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার কৌশল উপস্থাপন করব। এর পর ইংরেজি সাল হতে বাংলা সাল এবং ইংরেজি তারিখ হতে বাংলা তারিখ মাসের নাম ও বারের নাম বের করার কৌশল উপস্থাপন করবতাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন।  আর  আপনার ব্যারেইনে  যদি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর গতি থাকে , তাহলে আমার বলার কিছু নাই। সব জনতাই বলবে।  হ্যা বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি চমকে দিতে পারেন  আর বন্ধুদেরকে আপনার ক্যালমা দেখিয়ে যা ইচ্ছা খেতে পারেন।  আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়াইতে ভুল্লেইনা কিন্তু।

বুঝতে পারছি। খাওয়ানোর কথা বললে মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাবা সবুর করেন। শুরু করছি।

নিচের নিয়মটি সঠিক ভাবে অনুসরণ করুন।আপনাকে শুধু দুইটি জিনিস জানতে হবে। 
  • একটি মাসের কোড 
  • অপরটি বারের কোড। 
২০১৪  সালের বার মাসের জন্য কোডটা হলঃ
  • “চার, শূন্য, শূন্য, তিন, পাঁচ, এক, তিন, ছয়, দুই, চার, শূন্য, দুই” 
  • সংক্ষেপে “চা শু শু, তি পা এ, তি ছ দু, চা শু দু”
  • অথবা “৪০০, ৩৫১, ৩৬২, ৪০২” এই সংখ্যাগুলো হল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রতিটি মাসের কোড। অর্থাৎ জানুয়ারি হলে “৪” ফেব্রুয়ারি হলে “০” এভাবে ডিসেম্বর পর্যন্ত।

 
এবার বারের কোড জানার পালা। একদম সোজা। 

শনিবার থেকে ধারাবাহিক ভাবে শুক্রবার পর্যন্ত বারের কোড নাম্বার হল ১ থেকে ৭। অর্থাৎ ১ হলে শনিবার, ২ হলে রবিবার এভাবে শুক্রবার পর্যন্ত।
এবার আসল কাজ। যে মাসের যে তারিখের নাম জানতে চাওয়া হবে, সে মাসের তারিখের সাথে সে মাসের বারের কোড যোগ করুন। যোগফল ১- ৭ এর মধ্যে হলে বারের কোড অনুসারে বারের নাম বলে দিন। ব্যাস খালাস। বুঝতে পারেন নাই। উদাহরণ দিচ্ছি সহজে বুঝতে পারবে।
২০১৪ সালের এপ্রিলের ২ তারিখ কি বার? 
এপ্রিল  মাসের কোড  তিন(৩)।
মাসের কোড + তারিখ
৩+২=৫
বারের কোড অনুসারে ১ শনিবার হলে ৫ হয় বুধবার। অর্থাৎ এপ্রিলের ২ তারিখ বুধবার।
ক্যাল্লা ফাতে। শিখে ফেলেছেন? আরে না। আসল কথাইতো বলিনাই। যদি যোগফল ৭ এর বেশি হয় তাহলে-
চিন্তা করার কিছু নাই।  প্রথমে উক্ত যোগফলকে ৭ দিয়ে ভাগ দিন। অবশিষ্ট ভাগশেষটা হল বারের কোড। ভাগশেষ শূন্য হলে শুক্রবার। মনে করুন, যোগফল যদি ১৩ হয়  ৭ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে ৬ । ৬ মানে বৃহস্পতিবার।

৭)১৩(১
>>৭
-------
>>৬
উদাহরণঃ ২০১৪ সালের জানুয়ারির ১৫ তারিখ কি বার?   
নিয়ম অনুসারে জানুয়ারি মাসের কোড “৪”। 
মাসের কোড+ তারিখ
৪+১৫= ১৯ (যোগফল ৭  এর চেয়ে বড়)
১৯/৭ ভাগশেষ ৫ বারের কোড অনুসারে ৫ হল বুধবার। অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখ বুধবার। 

৭)১৯(২
>>১৪
-----------
>>৫
এবার আপনাদের পরীক্ষা নিবঃ
২০১৪ সালের অক্টোবরের ২৪ তারিখ কি বার ?
২০১৪ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখ কি বার?
 শুক্রবার আর মঙ্গলবার আপনার উত্তর হলে বুঝতে হবে আপনি কৌশলটি বুঝতে পেরেছেন। এখন মাঠে নামার আগে নিজে নিজে কয়েকটা তারিখ নিয়ে প্র্যাকটিস করুন। ব্যাস। আপনি এখন ৩৬৫ দিনের নাম জানেন। আরে ভাই আপনি কৌশলটা শিখে ফেলেছেন। বন্ধুদের সাথে বাজি ধরে খাওয়ার ফন্দিও আটতেছেন নাকি। দেইখেইন কিন্তু?


এবার বাংলাটা বের করব। প্রথমে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার পালা।
নিয়মঃ ইংরেজি সাল  থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল।
তাহলে বলেন তো এখন বাংলা কত সাল। হ্যা এখন ২০১৪-৫৯৩ = ১৪২১ বঙ্গাব্দ(১৪ এপ্রিল থেকে)

এবার বাংলা মাসের নাম ও তারিখ জানার পালা।
বাংলা লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬ সালের পর থেকে এপ্রিল মাসের ১৪ তারিখকে বাংলা ১লা বৈশাখ হিসাবে উদযাপন করা হয়। মনে রাখবেন বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয় আর বাকি সব মাস ৩০ দিনের হয়।
এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়। ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসের শুরু হয়।  যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই শুরুর বাদ দিয়ে বার ডিজিটের কোড টি মনে রাখুন।
কোডটি হলঃ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫
কোডটি এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে মার্চ এবং বাংলা বৈশাখ থেকে ধারাবাহিকভাবে চৈত্র মাস পর্যন্ত। অর্থাৎ
বৈশাখ
জ্যৈষ্ঠ
আষাঢ়
শ্রাবণ
ভাদ্র
আশ্বিন
April
May
June
July
august
September
14
15
15
16
16
16
কার্তিক
অগ্রাহায়ন
পৌষ
মাঘ
ফাল্গুন
চৈত্র
October
November
December
January
February
March
16
15
15
14
13
15
এবার আসল কাজ। আমি সরাসরি উদাহরণ দিয়ে উপস্থাপন করছি। ভালভাবে খেয়াল করুণ।
২০১৪ সালের এপ্রিলের ২৮ তারিখ বাংলা কি মাস ও কত তারিখ কি বার?
প্রথমে ২০১৪সাল মানে ২০১৪-৫৯৩= ১৪২১ বঙ্গাব্দ। আর বারের নাম আগের নিয়মে। অর্থাৎ ২৮ এপ্রিল হল ৩+২৮=৩১/৭= ৩ (অবশিষ্ট থাকে)। অর্থাৎ সোমবার।

এবার বাংলা মাসের নাম ও তারিখ বের করার পালা। দেখুন আমাদের বাংলা মাসের কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস  থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১ বৈশাখ। মাসের নাম বের হয়ে গেলে তারিখ বের করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন।
তারিখ থেকে মাসের কোড বাদ দিন সাথে ১ যোগ করুন।
২৮-১৪= ১৪+১ =১৫ বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮ এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ রোজ সোমবার।
আশা করি বুঝবার পারছেন।  

এবার নিজেকে যাচাই করুন নিচের তারিখটির সমাধান বের করে
কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন। আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী নজরুল ইসলামের কত তম জন্মদিন, বাংলা কোন মাসের কত তারিখ ও কি বার।
????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বিঃ দ্রঃ অতিমাত্রায় চালাকদের থেকে সাবধান।  আপনাকে জিজ্ঞেস করতে পারে ফেব্রুয়ারির ৩০ তারিখ কিংবা জুনের ৩১ তারিখ কি বার। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার মাস কখনো ৩১শা হয় না। অপর পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না। খেয়াল রাখবেন কিন্তু।

আজ এই পর্যন্ত। ভাল থাকবেন।

Comments

  1. ভাই ২০১৪ সালের ২ এপ্রিল কত তারিখ বের করা যাবে কি ভাবে email: onlinechithi@gmail.com

    ReplyDelete
  2. ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। আপনিতো তারিখ বলে দিলেন। তারিখ থেকে তারিখ বের করার উপায় জানতে চাচ্ছেন। সেটা অসম্ভব। আপনার প্রশ্ন পরিষ্কার করুন। উত্তর দেওয়ার চেষ্টা করব।

    ReplyDelete
  3. জটিল ................................................

    ReplyDelete
  4. জটিল জটিল এন্ড জটিল

    ReplyDelete
  5. assalamualaikum vai, 2014 সালের বার বের করে দেখালেন খুব ভাল লাগল। কিন্তু আমি youtube এর একটি ভিডিও তে যে একজন গনিতবিধ তাকে যেকোন জন্ম সাল তারিখ বল্লেই চট করেই বার বলে দেয়, এটা কিভাবে প্লিজ জানান!!

    ReplyDelete
  6. thanx... vai যেকোন ইংরেজি সালের বার বলার কি কোন কৌশল আছে please জানান https://mbasic.facebook.com/apa.ree.7?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fhome.php&refid=8

    ReplyDelete
  7. thanx... vai যেকোন ইংরেজি সালের বার বলার কি কোন কৌশল আছে please জানান https://mbasic.facebook.com/apa.ree.7?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fhome.php&refid=8

    ReplyDelete
  8. ১৩৭৫ সাল ৫ই ফালগুন ইংরেজী সাল কত হবে? দয়া করে একটু বলবেন। bahar.jtsc@gmail.com

    ReplyDelete
  9. vai ami khub e somossay aci ekta date niye

    ReplyDelete
  10. ভাই ১৯৭০ সালের ৯ আষাঢ় ইংরেজী তারিখ কত ছিল

    ReplyDelete
  11. Replies
    1. ৫ই পৌষ ১৩৭৩ বাংলা == ইংরেজি কি বার কত তারিখ ছিল

      Delete
    2. 2003 সালে ইংরেজি মাসের কত তারিখে পহেলা বৈশাখে হয়েছিল

      Delete
  12. আজকাল অলৌকিকভাবে যোগদান করুন 665 দিন

    আপনি একটি ব্যবসা মানুষ, অথবা মহিলা, আপনি একটি পালক হয়
    অথবা একজন শিল্পী, আপনি বিখ্যাত হতে চান বা আপনি চান
    ধনী বা শক্তিশালী হতে, আপনি ভাল হয়ে ওঠে
    Illuminati সদস্য এবং আপনার স্বপ্ন আসা
    সত্য। এটি এখন আপনার জন্য একটি সুযোগ
    কিংডম মন্দির সদস্য এবং আপনি কি পেতে
    আমাদের কাছ থেকে অনুসন্ধান করুন। আপনি যদি সদস্য হতে প্রস্তুত হন
    ইলুমুনাটি এর এবং তারপর আপনার স্বপ্ন বুঝতে: - EMAIL এ আমাদের সাথে যোগাযোগ করুন। illuminatiworldworldorder666@gmail.com
    পাশাপাশি নিম্নলিখিত পূরণ করুন:
    NAME এর ....................
    নিকটতম আত্মীয়...................
    ADDRESS এর .................
    বৈবাহিক অবস্থা.............
    COUNTRY- এর .........
    অবস্থা..................
    পেশা................
    মোবাইল লাইন ............
    একটি নতুন সদস্য বামন দেওয়া হবে
    120 মিলিয়ন ডলার, একটি কার এবং কোনও ঘরে
    বিশ্বের অংশ। দ্রষ্টব্য: আমরা ফর্সা করছি না
    এই জন্য ANYBODY। যদি আপনি আগ্রহী না হন
    আবেদন করবেন না দয়া করে

    ReplyDelete
  13. আজকাল অলৌকিকভাবে যোগদান করুন 665 দিন

    আপনি একটি ব্যবসা মানুষ, অথবা মহিলা, আপনি একটি পালক হয়
    অথবা একজন শিল্পী, আপনি বিখ্যাত হতে চান বা আপনি চান
    ধনী বা শক্তিশালী হতে, আপনি ভাল হয়ে ওঠে
    Illuminati সদস্য এবং আপনার স্বপ্ন আসা
    সত্য। এটি এখন আপনার জন্য একটি সুযোগ
    কিংডম মন্দির সদস্য এবং আপনি কি পেতে
    আমাদের কাছ থেকে অনুসন্ধান করুন। আপনি যদি সদস্য হতে প্রস্তুত হন
    ইলুমুনাটি এর এবং তারপর আপনার স্বপ্ন বুঝতে: - EMAIL এ আমাদের সাথে যোগাযোগ করুন। illuminatiworldworldorder666@gmail.com
    পাশাপাশি নিম্নলিখিত পূরণ করুন:
    NAME এর ....................
    নিকটতম আত্মীয়...................
    ADDRESS এর .................
    বৈবাহিক অবস্থা.............
    COUNTRY- এর .........
    অবস্থা..................
    পেশা................
    মোবাইল লাইন ............
    একটি নতুন সদস্য বামন দেওয়া হবে
    120 মিলিয়ন ডলার, একটি কার এবং কোনও ঘরে
    বিশ্বের অংশ। দ্রষ্টব্য: আমরা ফর্সা করছি না
    এই জন্য ANYBODY। যদি আপনি আগ্রহী না হন
    আবেদন করবেন না দয়া করে

    ReplyDelete
  14. ২০০০সালের আশ্বিন মাসের বাংলা আর ইংলিশ কেলেন্দর

    ReplyDelete
  15. মৃত ব্যক্তির এত1-12- 2004ইংরেজির তারিখের সাথে 120 বছর বয়স যোগ করলে তার জন্ম সাল, মাসেও তারিখ কত হবে?

    ReplyDelete
  16. ১৯৭২সালের ২৫শে জুন বাংলা সন এবং মাস কি এবং কত ছিল?

    ReplyDelete
  17. ভাই, অনেক জায়গায় মিলছে না। যেমন: ২০২২ সালের ২২ মার্চ আপনার দেখানো পদ্ধতিতে উত্তর আসে শনিবার কিন্তু উত্তর মঙ্গলবার।

    ReplyDelete
  18. ১৯৯৬ সালের ১২ পেীষ ইংরেজি কত তারিখ ছিল

    ReplyDelete
  19. এই টা সব ক্ষেত্রে হয় নি, আমি পরিক্ষামুলক দেখছি অথবা ৩০ এপ্রিল ২০২১ এ বের করে দেখুন ।

    ReplyDelete
  20. প্রশ্ন:২০০৬সনের১৮ই এপ্রিল কি বার‌‌?
    উত্তর:(এপ্রিল কোড ৩)১৮+৩=২১
    ( ০মতে শুক্রবার
    কিন্তু ক্যালেন্ডার ৭)২১(৩
    দেখাচ্ছে মঙ্গলবার ) ২১
    সমাধান চাই ! ------


    ReplyDelete
  21. ভাই আমার জন্ম তারিখ জানা নাই। শুধু এটুকু জানি যে জন্ম ১৩৭৩ সনের কার্তিক সংক্রান্তির পরের দিন শুক্রবার ছিল। আমাকে সাহায্য করবেন কি?

    ReplyDelete

Post a Comment